উজ্জ্বল কুমার দাস (কচুয়া)বাগেরহাট প্রতিনিধি:
কচুয়ায় পানি শোধনাগার ও পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প'র উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (সোমবার) ৩০ ডিসেম্বর দুপুর ১২ টায় উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ রায়হান হোসেন।
এসময় প্রধান অতিথি হিসেবে পানি শোধনাগার ও পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর ইসলাম,বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা ডাক্তার।
এছারা উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জামায়েত এর আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যাক্তিবর্গ।
কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এই প্রকল্পটি দুই কোটি নয় লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়ন করেন কচুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।