বিশেষ প্রতিনিধি:
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে শীতার্থদের মাঝে ৩ হাজার কম্বল বিতরণের প্রাথমিক পর্যায়ে ৫ শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৩ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা জাসাস এর সভাপতি জাহিদুল ইসলাম, জেলা জাসাস এর সদস্য সচিব খাইরুল বাশার সহ অন্যান্য নেতৃবৃন্দ।