মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর ‘বঙ্গবন্ধু স্কয়ার’ ভবনের নির্মাণ চলাকালেই নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। নগরীর বোয়ালিয়া থানার তালাইমারি মোড়ের এই ভবনের নাম হবে ‘রাজশাহী আরডিএ কমপ্লেক্স’। ২০১৭ সালে এক দশমিক ৪২ একর জমির ওপর আরডিএ ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার’ শীর্ষক প্রকল্প গ্রহণ করে, যার আনুমানিক ব্যয় ধরা হয় ৫৯ কোটি ২৮ লাখ টাকা। প্রকল্পের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর চেতনাকে সমুন্নত রাখা এবং ‘শহরের সৌন্দর্য বৃদ্ধি করা’।
কাজ শুরুর পর ২০২২ সালে প্রকল্পের ব্যয় দ্বিগুণ হয়। তখন ব্যয় বেড়ে গিয়ে দাঁড়ায় ১২৫ কোটি টাকা। ২০১৭ সালে আরডিএ এ প্রকল্পটি গ্রহণ করেছিল। এরপর ঢিমেতালেই প্রকল্পের কাজ চলেছে। এছাড়া এ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী কামরুজ্জামান দুর্নীতির মামলায় কারাগারে গেলে কাজে আরও ধীরগতি আসে। আওয়ামী সরকার পতনের পর ভবনের নাম পরিবর্তনের কথা ভাবছে আরডিএ। অনুমতি চেয়ে শিগগিরই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
আরডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ্ বলেন, নবনির্মিত ভবনটির নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাচ্ছি। কারণ এটি আর শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হবে না। আশা করছি, মন্ত্রণালয় নতুন নামের অনুমোদন দেবে। এরপর আনুষ্ঠানিক উদ্বোধন করে আমরা ভবনটি সাংস্কৃতিক কাজে ব্যবহার করব। ৫ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ বাতিল করে। এরপর শুধু ৬১ কোটি টাকা ব্যয়ে ১২ হাজার ৫১৮ দশমিক ৮ বর্গমিটার জমিতে নির্মিত ভবনটি গত ছয় মাস ধরে অকেজো পড়ে আছে। এ অবস্থায় নাম পরিবর্তনের কথা ভাবছে আরডিএ।
প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত আরও বলেন, ভবনটিতে একটি উম্মুক্ত মঞ্চ বা মুক্তমঞ্চ, আর্ট গ্যালারি, একটি ক্যাফেটেরিয়া এবং একটি সম্মেলন কক্ষ থাকবে। ভবনটি আরডিএ’র পক্ষ থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার পরিকল্পনা আছে।