পিরোজপুরে ৮ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১০:০৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১০:০৪:০৭ অপরাহ্ন




বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরে মধ্যরাস্তা যুব সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।খেলায় পিরোজপুর,ঝালকাঠী ও বাগেরহাটের বিভিন্ন  উপজেলা থেকে ৮ দলের মধ্যে থেকে আজ ফাইনালে নির্ধারিত সময়ে পিরোজপুর উদয়কাঠী যুব সংঘকে বাগেরহাট শরণখোলা ক্রীড়া চক্র ২-১  গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন,  যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা মহিলা দলের উপদেষ্টা জাকিয়া আসলাম, আসলাম শেখ প্রমুখ ।

খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা ও যুবদল নেতা ছাত্রদল বদিউজ্জামান শেখ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফাইনাল খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শরণখোলা ক্রীড়া চক্রের সাগর। ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন শরণখোলা ক্রীড়া চক্রের গোল রক্ষক হৃদয়।

ফাইনাল খেলা পরিচালনা করেন পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার রেফারি নান্টু। খেলার সার্বিক পরিচলনা করেন যুবদল নেতা বদিউজ্জামান শেখ রুবেল।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]