মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোণার মোহনগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জুয়েল আহমেদ। সদ্য বিদায়ী ইউএনও রেজওয়ানা কবীরের এর স্থলে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মোহনগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন। উপজেলা নির্বাহী অফিসার পদে জুয়েল আহমেদে এর দ্বিতীয় কর্মস্থল।
নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ ৩৪ তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মজীবন শুরু করেন। সবশেষ তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করেন।
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় জন্মস্থান গ্রহণ করা জুয়েল আহমেদ ময়মনসিংহের ত্রিশালে দায়িত্ব পালনকালে মৎস্য চাষে এআই পদ্ধতির আবিস্কার করে ব্যাপক আলোচিত হয়েছেন তিনি।
নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ জানান, মোহনগঞ্জবাসীর আন্তরিক সহযোগিতায় এ উপজেলাকে আরও সমৃদ্ধ করার করার চেষ্টা করবো ইনশাল্লাহ।