ঠাকুরগাঁও প্রতিনিধি: হরিণমারী সরকার পাড়ায় দৃষ্টিনন্দন জামে মসজিদ উদ্বোধন। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যান্তঞ্চলে দৃষ্টিনন্দন সরকার পাড়া জামে মসজিদ উদ্বোধন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আলম প্রায় ৫০লাখ টাকা ব্যয়ে এ মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করেন হরিণমারী সরকার পাড়ার সুধীজন ব্যাক্তিরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সরকার পাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদে প্রায় ৩-৪ শতাধিক মুসল্লীর জন্য নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। উদ্বোধনকালে এ্যাডভোকেট সৈয়দ আলম বলেন, আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল একটি মসজিদ নির্মাণ করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে আল্লাহর রহমতে। আপনারা সকলে আমাদের হরিণমারী সরকার পাড়া পরিবারের জন্য দোয়া করবেন।
মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম কমিশনার অব কাস্টমস মাজেদুল ইসলাম, ড. হারুন অর রশিদ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাজশাহী ব্রি, আশরাফুল ইসলাম প্রিন্সিপাল শিবগঞ্জ ডিগ্রী কলেজ, হায়দার আলী( বিএসসি) সহকারী প্রধান শিক্ষক রত্নাই বগুলাবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ, আব্দুর রশিদ সাবেক চেয়ারম্যান ৭নং আমজানখোর ইউনিয়ন পরিষদ, খবির উদ্দীন ইমাম ও খতিব হরিণমারী সরকার পাড়া জামে মসজিদ, মাসুদ রানা প্রভাষক সমীরুদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়, আবদুল গফুর কোষাধক্ষ্য হরিণমারী সরকারপাড়া জামে মসজিদ, বসির উদ্দীন সদস্য হরিণমারী সরকার পাড়া জামে মসজিদ আলহাজ্ব সাদেকুল ইসলাম জেলা আইনজীবি সমিতি ঠাকুরগাঁও শহিদুল ইসলাম সহকারী শিক্ষক হরিণমারী উচ্চ বিদ্যালয় কলেজ , আবদুল আজিজ প্রমুখ।