মির্জাগঞ্জে উপহার-সামগ্রী বিতরণে সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৪:৫৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৪:৫৮:৫০ অপরাহ্ন
 
 
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে হামলা, মামলা ও নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জেমদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় সুবিদখালী সরকারি কলেজ মাঠে বিতরণী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল ( অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
 
বাংলাদেশ রেট ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, রাইসা গ্রুপ বিডির চেয়ারম্যান রেজাউল করিম, অধ্যাপিকা লায়লা ইয়াসমিন তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মহসীন উদ্দিন প্রমুখ।
 
এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফিরোজ আলম গোলদারসহ মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠান শুরুতে উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলতাফ হোসেন চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
 
এ অনুষ্ঠানে উপহার হিসেবে ৫শত পরিবারের মাঝে প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল ১ বস্তা (২৫ কেজি), আটা ৪ কেজি, মসুর ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, তেল ১ কেজি, হলুদ ১ প্যাকেট, মরিচ ১ প্যাকেট, সেমাই ২ প্যাকেট, পেঁয়াজ ২ কেজি, চিড়া ১ কেজি ও রসুন ১ কেজি। এছাড়াও ২২ শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]