নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলিস্থানের কাপ্তান বাজার এলাকায় চাঞ্চল্যকর শীতবস্ত্র বিক্রেতা আল আমিন’কে হত্যা মামলার অন্যতম প্রধান আসামী সোহাগ’কে ওয়ারী থানাধীন বনগ্রাম এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
রাজধানী ওয়ারী থানাধীন গুলিস্থানের কাপ্তান বাজার এলাকার ক্ষুদ্র ব্যবাসায়ী আলআমিন (২৪), পিতা-আব্দুল মান্নান, সাং-লক্ষীপুর খোলাবাড়িয়া, থানা-নাটোর সদর, জেলা-নাটোর দীর্ঘদিন যাবৎ শীতবস্ত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। গত ০৪/১২/২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১৪:৪৫ ঘটিকায় ভিকটিম আল আমিন প্রতিদিনের ন্যায় গুলিস্থানের কাপ্তান বাজার এলাকায় শীতবস্ত্র বিক্রি করতে থাকে। একই সময় বেআইনী জনতাবদ্ধ হয়ে সোহাগসহ অপরাপর আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পনা মোতাবেক ১৫/১৬ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে অস্ত্র-শস্ত্র, চাকু, রড, সুইচ গিয়ার, লাঠি নিয়ে ভিকটিম আল আমিনকে এলোপাথাড়ি আঘাত করে দুই পায়ের উরুসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম করে।
অতঃপর ভিকটিম আল আমিনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসা শুরু করলে বিবাদীরা দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে তার পরিবার ও স্থানীয় লোকজন ভিকটিম আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উল্লেখিত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আল আমিনকে পরিক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় মৃত ভিকটিম আল আমিনের মা বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় সোহাগসহ ০৬ জন এবং অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩, তারিখ-০৫/১২/২০২৪ খ্রিঃ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০২/৩৭৯/৪২৭/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে সোহাগসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।
উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গতকাল ২৫/১২/২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর ওয়ারী থানাধীন বনগ্রাম এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর শীতবস্ত্র বিক্রেতা আলআমিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ সোহাগ (২৫), পিতা- মোঃ আবু তাহের, ওয়ার্ড নং-৩৮, থানা-ওয়ারী, ডিএমপি-ঢাকা ’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।