কটিয়াদীতে অর্ধকোটি টাকার ফার্নিচার পুড়ে ছাই

আপলোড সময় : ২৫-১২-২০২৪ ১০:২৪:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৪ ১০:২৪:১০ অপরাহ্ন
​

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে মধ্যরাতে মানিক সূত্রধর এর ফার্নিচারের দোকান আগুন, ফায়ার সার্ভিস এর যান্ত্রিক সমস্যা কারণে অর্ধকোটি টাকার ফার্নিচার পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে উপজেলা পরিষদ সড়কে মানিক সূত্রধর এর ফার্নিচারের দোকানে। জানা যায়, কটিয়াদী বাজারের উপজেলা পরিষদ সড়কের পূর্বপাড়াস্থ মানিক সূত্রধরের দোকানে আগুন দেখতে পেয়ে বাজার পাহাড়াদার তাদের হ্যান্ড মাইকে আগুন আগুন বলে চিৎকার ও নেভানোর জন্য এলাকাবাসীকে ডাকতে থাকেন।

এলাকাবাসী এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস তাদের গাড়িতে থাকা রিজার্ভ পানি দিয়ে নিভানোর চেষ্টা করে এবং পুকুর থেকে পাম্প মেশিনে পানি তুলতে গেলে মেশিন নষ্ট থাকায় পানি তুলতে পারেনি। পরে পার্শ্ববর্তী বাজিতপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের রক্ষিত কাঠ, তৈরী ফার্নিচার ও যাবতীয় মালামালসহ দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলা পরিষদ সড়কের উন্নয়ন কাজের জন্য দীর্ঘদিন যাবত রাস্তাটি বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের গাড়িসহ লোকজন ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়ায় আগুণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গুরুত্বপূর্ণ রাস্তাটির কিছু অংশে উন্নয়ন মূলক কাজ করে বন্ধ রাখা হয়েছে। দোকান মালিক মানিক সূত্রধর জানান, এটি একটি পরিকল্পিত নাশকতা। আমাকে ঘর থেকে উচ্ছেদের জন্য দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র চলছে। ফায়ার সার্ভিসের লোকজনেরও গাফিলতি ছিল। আমার দোকানে অন্তত অর্ধকোটি টাকার ফার্নিচার ও ফার্নিচার তৈরীর কাঠ, যন্ত্রপাতি ও ঘর পুড়ে গেছে। কটিয়াদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাজেদুল ইসলাম জানান, রাত ১.৩৩ মিনিটে আমাদেরকে ফোন দিয়ে আগুন লাগার বিষয় জানালে ১.৪২ মিনিটে আমরা ঘটনার স্থলে। আমরা যাওয়ার আগেই অর্ধেক দোকান পুড়ে যায়। গাড়িতে রিজার্ভ ১৮শ লিটার পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা চেষ্টা করি। অন্যদিকে পাশের পুকুর থেকে পানি তোলার চেষ্টা করলে মোটরের পাম্প নষ্ট হয়ে যায়। পার্শ্ববর্তী উপজেলা বাজিতপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দলসহ আমরা আগুণ নিয়ন্ত্রণে আনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]