ভালুকায় কৃষকদলের সমাবেশে নেতাদের হাতাহাতি মঞ্চ ভাংচুর

আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৯:৪২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৯:৪২:৩৩ অপরাহ্ন
 
 
 
ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় কৃষক সমাবেশে বিএনপি নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার রাজৈ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ তার বক্তব্য কালিন সময়ে আরেক যুগ্ম আহবায়ক আনোয়ার উদ্দিন আহমেদ এর নাম সম্বোধন না করায় হাতাহাতির সূত্রপাত ঘটে। লাঞ্চিত হন রুহুল আমিন মাসুদ। এসময় উত্তেজিত জনতা মঞ্চ ভেঙ্গে গুড়িয়ে দিলে সমাবেশ বন্ধ হয়ে যায়। উল্লেখ্য রুহুল আমিন মাসুদ উপজেলা বিএনপির বহিস্কৃত (সাবেক) আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর গ্রুপের রাজনীতি করেন অপরদিকে আনোয়ার  উদ্দিন আহমেদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর আপন বড় ভাই। এসময় উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীদের আতঙ্কিত দেখা গেছে।

পরে কয়েকজন নেতাকর্মী রুহুল আমিন মাসুদকে উদ্ধার করে নিয়ে আসে। এ নিয়ে এলাকায় নিন্দার ঝড় বইছে বলে জানিয়েছে স্থানীয়রা। তাদের মতে বিএনপি যদি নিজেদের মধ্যে এভাবে মারামারি করে তাহলে দলটির ভবিষ্যত রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]