অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব।

আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৭:৫১:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৮:০৪:৫২ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক
 
দিনাজপুরে অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-১৩। বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
 
র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ সময় ১৪.১৫ ঘটিকায় ঘটনাস্থল দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউপি’র বক্সি দিঘী বাজারস্থ মালিগ্রাম হতে কমলপুর গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনার সহিত জড়িত অভিযুক্ত ধৃত আসামী মোঃ নুরুজ্জামান (৫৫), পিতা- মোঃ মমতাজ আলী, সাং- দক্ষিণ মহেশপুর, ১০নং কমলপুর ইউপি, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]