কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা বিএনপির নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে উলিপুরে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমাবেশে এসে মিলিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম হাবিব নয়ন, পৌর বিএনপির সভাপতি সোলায়মান আলী সরকার। এ সময় পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ,সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুলসহ উপজেলা-পৌর বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (২৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটির আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। এতে মোস্তাফিজার রহমান মোস্তফাকে আহবায়ক, শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিবকে যুগ্ম আহবায়ক, সোহেল হোসেন কায়কোবাদকে সদস্য সচিব এবং তাসভীর উল ইসলামকে সদস্য করা হয়।