শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক।
গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন (জিসিএ), যুক্তরাজ্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম সেন্টারে জিসিএ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন নবগঠিত আহ্বায়ক কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সদস্য ও শুভানুধ্যায়ীদের সমর্থনপুষ্ট এই অন্তর্বর্তীকালীন কমিটি সংগঠনের নিয়মিত কার্যক্রম, বার্ষিক সাধারণ সভা এবং একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।
ব্যারস্টিার আবুল মনসুর শাহজাহানকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার হাসান আনোয়ার, মো. মাসুদুর রহমান, মোহাম্মাদ আলী রজো, রাজ্জাকুল হায়দার বাপ্প, মোহাম্মাদ কায়সার, অনুপম সাহা, কুতুবুল আলম, সুজান বড়ুয়া, শহীদ ঊল ইসলাম, নরুন নবী, লুনা তানজানিয়া, ইব্রাহিম জাহান ও আসমা আকতার।