উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়ার ছোটবগা এলাকায় গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম আবু নওশাদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাঁজা সেবনের অপরাধে ৩ জনকে জেল-জরিমানা করেন।
২৩ ডিসেম্বর সন্ধ্যা ৭.৪০ মিনিটের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)এর গ ও ৩৬(১) ধারায় তিন জন ব্যক্তিকে ১০০ টাকা করে জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নজরুল সরদার এর ছেলে মোঃ আসাদুল সরদার বাবু (২০), মোঃ ইউনুস মাঝির ছেলে মোঃ নুর আমিন (২৪) বাকি আরেক জন আলী আজম এর ছেলে সজল ফরাজী (২১) তাদের উভয়ের বাড়ি বড়আন্ধারমানিক গ্রামের ছোট বগা এলাকায়।