মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় " খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়"র প্রথম পুনমিলর্নী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ২৮ ডিসেম্বর (শনিবার) বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে সকল ভবন গুলোর পুরনো রং তুলে নতুন রং করার পাশাপাশি পুরো ক্যাম্পাস পরিস্কার -পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেছে।
অপরদিকে, পুনমিলর্নীর সাজসজ্জা কমিটি পুরো মাঠ রঙ্গিন কাপড়ে আবৃত করার পাশাপাশি সংগীত পরিবেশনের ষ্টেজ সহ বক্তৃতার মঞ্চ তৈরীর কাজ সম্পন্ন করেছে।
ইতোমধ্যে দেড় সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে, বর্ণাঢ্য শোভাযাত্রা, মরনোত্তর, জীবিত প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সম্মামনা ক্রেষ্ট প্রদান, স্মৃতিচারন করে বক্তব্য, মধাহ্ন ভোজ, ফানুস উড়ানো, স্থানীয় শিল্পী সহ জাতীয় শিল্পী জিনিয়া জাফরিন লুইপা'র পরিবেশনায় সংগীতানুষ্ঠান। এছাড়া উপহার হিসেবে থাকছে টি শার্ট, ব্যাগ, মগ, টুপি একটি ম্যাগাজিন।
এ ব্যাপারে পুনমিলর্নী কমিটির সদস্যসচিব মো.রেজাউল করিম বাবলা বলেন' শান্তিপূর্ণ ভাবে পুনমিলর্নী উদযাপনে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ১৯২৮ সালে স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে। ৯৬ বছর পথ পরিক্রমায় স্কুলটির এটাই প্রথম পুনমিলর্নী অনুষ্ঠান।