উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় ১০৩ পিস ইয়াবা সহ মোছাঃ রোকছানা বেগম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২২ ডিসেম্বর (রবিবার) দুপুর ১২ঃ৩০ মিনিটের সময় কচুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিদর্শক মোঃ কবিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম উপজেলার বাঁধাল ইউনিয়নের রঘুদত্তকাঠি গ্রামে অভিযান চালিয়ে মোছাঃ রোকছানা বেগমের নিজ বাড়ি থেকে ১০৩ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ সময় তার স্বামী আলিম জোমাদ্দার পালিয়ে যায়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। বিশ্বস্ত সূত্র মাধ্যমে জানা যায় , আটক ব্যক্তি ও তার স্বামী রঘুদত্তকাঠি তাদের নিজ বাড়িতে দীর্ঘদিন যাবত এ মাদক ব্যবসা করে আসছিলেন।
সূত্র অনুযায়ী খোঁজ নিয়ে জানা যায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২০) সনের ৩৬(১) সারণির (ক) ও ৪১ ধারায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে,মামলা নং-০৮।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার নামে কচুয়া থানায় একটি মামলা হয়েছে।