এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এমএম ট্রাভেলস নামের একটি বাসের পেছনে হানিফ পরিবহনের ধাক্কা লাগে। এতে এমএম ট্রাভেলস নামের বাসটি পড়কের পাশে পড়ে যায়। এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
তারা হলেন পটিয়ার উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের নুর নবীর ছেলে মো. আবদুল করিম ভোলা (৫০) ও একই গ্রামের আবদুল হামিদ সাবু (৬০)। আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পটিয়ার মনসার টেক হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী মো. সাহেদ। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান, স্থানীয়রা। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে কোন সাড়া মেলেনি।