বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শামসুদ্দিন হাওলাদার দীর্ঘদিন ধরে পরিষদে আসতে পারছেন না বলে জানা গেছে। উন্নত চিকিৎসা ও পারিবারিক কারনে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান মো.বাহাউদ্দিন বাদল তালুকদার।
৫ আগস্টের পর দেশের চলমান পরিস্থিতিতে অনেক ইউপি চেয়ারম্যান পলাতক থাকলেও মো. শামসুদ্দিন হাওলাদার পলাতক নয় বলে তথ্য দিয়েছেন ইউনিয়ন পরিষদ সচিব মো. জলিল ফকির। তিনি বলেন, চেয়ারম্যানের দিক নির্দেশনায় আমরা নিরলসভাবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন কিনা-এমন প্রশ্নের জবাবে ইউপি সচিব ও প্যানেল চেয়ারম্যান বলেন,আত্মগোপনে থাকার প্রশ্নই উঠে না।সপ্তাহখানেক পরেই তিনি অফিস করবেন।