জন জীবন ঃ
আজ শনিবার বেলা ১১.০ টায় সন্ধানী লাইফ ইন্সুরেন্সের আয়োজনে মুন্সীগঞ্জ প্লাজার তৃতীয় তলায় উন্নয়ন সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত উন্নয়ন সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি শিক্ষক, লেখক ও সংগঠক মোঃ জিয়াউর রহমান।
সন্ধানী লাইফ ইন্সুরেন্স মুন্সীগঞ্জ-১ শাখার জিএম ও ইনচার্জ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং এজিএম মোঃ কবির হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর কর্মচারী সংসদের সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আহমেদ, কেপটাউন বিএনপির সাধারণ সম্পাদক ও জনজীবন ফাউন্ডেশনের সহ আন্তর্জাতিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, জনজীবন ফাউন্ডেশনের সমাজকল্যান সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
উক্ত উন্নয়ন সভায় আরো উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স মুন্সীগঞ্জ শাখার ডিজিএম মোঃ মাওলাদ হোসেন মোল্লা, এজিএম মোঃ আল আমিন, মোঃ আলমগীর হোসেন তপু, বিএম সেলিনা কাওসার, শাহানাজ বেগম, মোঃ বিজয় মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের মাঠকর্মী ও গ্রাহকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ সাইফুল ইসলাম। মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানের সভাপতি মোঃ তাজুল ইসলাম।
প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ মানুষকে সঞ্চয় করতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানের শেষের দিকে এসবির চেক এবং ভালো ব্যবসা অর্জনকারীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।