বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জেলার প্রতিটি গ্রামকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন, নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ তাবলীগ নিয়ে উদ্ধুদ্ধ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সহিংসতা প্রতিরোধে এলাকাবাসীর সহায়তা কমনা করে জেলার ৪০৭ টি মসজিদে শুক্রবার (২০ ডিসেম্বর) একটি লিখিত বার্তা পাঠান। প্রতিটি মসজিদে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে জুম্মার বয়ানে মুসল্লীদের নিকট এ বার্তা প্রেরণ করেন।
বার্তায় পুলিশ সুপার মুসল্লিদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য এই জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তুলতে পিরোজপুরের প্রতিটি গ্রামকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া, সংখ্যালঘু নির্যাতন,নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ তাবলীগ নিয়ে উদ্ধুদ্ধ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সহিংসতা প্রতিরোধে জেলাবাসীর ঐকান্তিক সাহায্য কামনা করা হয় এবং পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করা হয়।
পুলিশের নম্বর সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি মসজিদে। ইন্দুরকানীর ৬০ টি, নাজিরপুরের ৪২ টি, কাউখালীর ৪০ টি, নেছারাবাদের ১০৫টি, ভান্ডারিয়ার ৬৩ টি এবং মঠবাড়িয়ার ৯৭ টি মসজিদে আজকে অপরাধ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারেও পিরোজপুরের ৪১১ টি মসজিদে অপরাধ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে পিরোজপুরের ২২৪১ টি মসজিদে জুম্মার সময় অপরাধ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি মসজিদে পুলিশ সুপার সহ পুলিশ অফিসারদের নাম মোবাইল নম্বর টাঙানো থাকবে।