মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরে ভাড়াটিয়া কর্তৃক বাড়ি দখলের অভিযোগ করেছেন বাড়িওয়ালা জনৈক মো. আল আমিন হাওলাদার। প্রসাশনের স্মরনাপন্ন হয়েও ভাড়াটিয়া ক্লিনিক ব্যবসায়ি মো. মোস্তফা কামালের দখল থেকে বাড়ি উদ্ধার হয়নি। শুক্রবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাড়িওয়ালা মো. আল আমিন হাওলাদার এক লিখিত বক্তবে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আল আমিন জানান, মোস্তফা কামাল ক্লিনিক ব্যবসার (মহিমা ক্লিনিক) জন্য ২০২৩ সালের ১৪ মার্চ অগ্রিম ১ লাখ ৮০ হাজার এবং মাসিক ৩০ হাজার টাকা ভাড়ায় ৫ বছরের চুক্তিতে পৌর শহরের দক্ষিণ বন্দরস্থ তার ৪ তলা বাড়ি ভাড়া নেয়। কিন্তু মোস্তফা কামাল বাড়ি ভাড়া নিয়ে ৪/৫ মাস ভাড়া চুক্তি লঙ্ঘন করে এবং তার সাথে দুর্ব্যবহার করে। এব্যপারে বাড়িওয়ালা আল আমিন বনিক সমিতিতে অভিযোগ করেন। বনিক সমিতি সালিশির মাধ্যমে ৫ বছরের ভাড়া চুক্তি বাতিল করে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ভাড়া থাকার সিদ্ধান্ত দেয়। ডিসেম্বরের পর মোস্তফা কামাল স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে আরও সময় চাইলে ৩ মাস ১৫ দিন সময় দেয়া হয়।
এ সময় শেষ হলেও মোস্তফা কামাল ক্লিনিক না চালালেও বাড়ি জবর দখলে রেখে ভাড়া, পানি ও বিদ্যুৎ বিল দেয়া বন্ধ করে দেয়। অবশেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করলে তিনি থানা অফিসার ইনচার্জকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করেন। অফিসার ইনচার্জ এসআই দিপঙ্কর কে দায়িত্ব দেন। তিনি ২ পক্ষকে নোটিস দিয়ে থানায় উপস্থিত করে মিমাংশায় ব্যর্থ হন। ভাড়া না দেয়া এবং ক্লিনিক বন্ধ থাকায় বাড়িওয়ালা তার বাড়ি তালা লাগিয়ে দেন। মোস্তফা কামাল গত ১৬ ডিসেম্বর তালা ভেঙ্গে পূনরায় বাড়ি দখলে নেয়। বাড়িওয়ালা আল আমিন জানান, বাড়ি ভাড়া, পানি ও বিদ্যুৎ বিলসহ লক্ষাধিক টাকা পাওনা আছে। তিনি পাওনা টাকা এবং বাড়ি দখল মুক্ত করার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেন। ভাড়াটিয়া মোস্তফা কামাল জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। তবে ৩/৪ মাসের ভাড়া বাকি আছে বলে জানান।