ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
কেউ এসেছেন চোখের সমস্যা নিয়ে, কেউবা এসেছেন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, সর্দি, কাশিসহ শারীরিক নানান জটিলতা নিয়ে। এই চিত্রটি কোন হাসপাতালের নয়, এটি একটি বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের চিত্র। যা দেখা যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাইজহাটি আসকর কমপ্লেক্স মাঠে। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুই সহস্রাধিক রোগীকে ব্যবস্থাপত্র, চশমা, ঔষধসহ বিভিন্ন চিকিৎসা উপকরণ বিনামূল্যে দেয়া হয়েছে।
শুক্রবার একুশে পদক ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক, নাট্যকার ও ভাষাসৈনিক আসকার ইবনে শাইখের নামে প্রতিষ্ঠিত আসকার কমপ্লেক্সে হাজেরা আসকার দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে বাংলাদেশ আই ট্রাস্ট ফাউন্ডেশন, রোটারি ক্লাব অফ ঢাকা, রোটারি ক্লাব অফ ময়মনসিংহের ব্যবস্থাপনায় চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে মাইজাহাটিসহ ৮/১০টি গ্রামের দরিদ্র মানুষজন বিনামূল্যের এই চিকিৎসাসেবা পেয়েছেন। মাইজহাটি উচ্চ বিদ্যালয় ও মাইজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পের প্রত্যেকটি রুমেই ছিলো তাৎক্ষনিক ফ্রি টেস্টের ব্যবস্থা, বিশেষজ্ঞ ডাক্তারদের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ, চশমা।
চিকিৎসা নিতে আসা মাইজাহাটি গ্রামের মোছাঃ আয়শা খাতুন (৭০) বলেন, ছেলে-মেয়ে নেই; টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনা। কানা হয়ে গিয়েছিলাম, কিছুই দেখতাম না। এখন এই যে চশমাটা দিলো, সব কিছু দেখতে পাই।
কুল্লা গ্রামের আম্বিয়া খাতুন (৬০) জানান, মাইকে ঘোষণা শুনে এসেছি, খুব ভালো লেগেছে। টেস্টও করালাম, ডাক্তার দেখলো-ওষুধ দিলো, কোনো টাকা লাগলো না।
স্বল্প পশ্চিমপাড়া গ্রামের আঃ ছোবাহান (৭২) জানান, আমি চোখে কিছুই দেখি না। ডাক্তার আসছে শুনে চিকিৎসা নিতে আসছি। আমার চোখের সমস্যার এইখানে কোন সমাধান হবেনা, তারা বলেছে আমাকে ঢাকায় নিয়ে চোখের অপারেশন করাবে কোন টাকা পয়সা লাগবে না। চিকিৎসা করিয়ে আবার বাড়ি পৌঁছে দিয়ে যাবে।
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহিদ বলেন, বিনামূল্যের এই ক্যাম্পের মাধ্যমে প্রায় আড়াই হাজার মানুষ আজ উপকৃত হয়েছে। দরিদ্র এসব মানুষ অর্থের অভাবে সঠিক চিকিৎসা পাচ্ছিলো না। এই চিকিৎসা ক্যাম্প সেই সুযোগ করে দিয়েছে।
গাইনী বিভাগের সামনে দাঁড়ানো নুরুন্নাহার তাবাসুম (২৫) জানায়, আমারও চিকিৎসা করাইছি, মায়ের সমস্যা ছিলো সেইটারও চিকিৎসা দিয়েছে ও ঔষধ দিয়েছে।
চিকিৎস্যা ক্যাম্পের চেয়ারম্যান ও ঢাকা রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম রাউলী জানান, এ ক্যাম্পের মাধ্যমে ৯৬ জনকে আমরা ঢাকায় নিয়ে গিয়ে বিনামূল্যে তাদের চোখের অপারেশন ও উন্নত চিকিৎসারও ব্যবস্থা করে দিবো। দিনব্যাপী এ ক্যাম্পের মাধ্যমে বুঝা গেলো প্রত্যন্ত এসব অঞ্চলের এধরণের ক্যাম্প আরো প্রয়োজন। আমরা এটা ৪বছর পর দ্বিতীয়বার করেছি। এ ক্যাম্প দু’চার মাস পরপর করার আমরা উদ্যোগ নিবো।
হাজেরা আসকর দাতব্য চিকিৎসালয়ের চেয়ারম্যান তাহসিন আসকর রাজা বলেন, বিনামূল্যে গ্রামের লোকজনদের চিকিৎসা সেবা ও ঔষধ দিতে পেরে আমরা খুব আনন্দিত। এই ধারা অব্যাহত থাকবে।
উদ্বোধন ও ওষুধ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অফ ঢাকার শরিফুল কবীর শরিফ, সৈয়দা গুলরো হাসান, রোটারী ক্লাব অফ ময়মনসিংহের সভাপতি শিব্বির আহমেদ লিটন, ফারুক খান পাঠান, সজল চন্দ্র চন্দ, মাইজহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উসমান গণি, সহকারী শিক্ষক একেএম ছানাউল্লাহ আল হোসাইনীসহ হাজেরা আসকর দাতব্য চিকিৎসালয়ের স্বেচ্ছাসেবীরা।