নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ ০৭ জন গ্রেফতার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ১৯ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ভোর ০৫:৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন চেঙ্গারবাড়ি নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ০৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা- ১। মোঃ মোর্শেদ (২৮), পিতা-মৃত মোস্ত মিয়া, সাং-আলাবই, থানা-মাধবপুর, জেলা- হবিগঞ্জ, ২। মোঃ লোকমান (৩৪), পিতা-মৃত নুরুল ইসলাম মীর, সাং-পশ্চিম খুন্তাকাটা, থানা-শরনখোলা, জেলা-বাগেরহাট, ৩। সুশিল চন্দ্র দাস (৪০), পিতা- মৃত মুরালি চন্দ্র দাস, সাং-কাপাস হাটিয়া, থানা-কুলিয়ার চর, জেলা-কিশোরগঞ্জ, ৪। মোঃ কাইয়ুম শেখ (২২), পিতা-আব্দুল মালেক শেখ, সাং-উত্তর সোনাতারা, থানা- শরনখোলা, জেলা-বাগেরহাট, ৫। মোঃ উজ্জল হোসেন (২৬), পিতা-মৃত আবুল কালাম, সাং-কার্তিক পাশা, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী, ৬। মোঃ ইমরান হোসেন (১৯), পিতা-মৃত শাহ আলম, সাং-ফুলগাছিয়া, থানা-বোরহান উদ্দিন, জেলা-ভোলা এবং ৭। মোঃ ফিরোজ (১৯), পিতা-মোঃ বিল্লাল, সাং-আমতলি, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃতদের ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।