উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।।
মুননাইট স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ও বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার এর সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে বাগেরহাটের কচুয়ায় ১৬ দলীয় শর্টহ্যান্ড নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার অধিনায়ক এর দায়িত্বে ছিলেন শাহারিয়া ইসলাম বাবু।
১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় সাইনবোর্ড শিমুল এর ডেকোরেটর সংলগ্ন মাঠে ৬ নং রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হোসেন এর সভাপতিত্বে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান,বিএনপি নেতা নকিব মহিদুল ইসলাম, মুননাইট স্কুলের প্রধান শিক্ষক সরজু রানী দাস,সরদার রেজাউল হোসেন চঞ্চল প্রমুখ।