জন জীবন ঃঃ
আজ বৃহস্পতিবার মুন্সিগঞ্জের মুক্তারপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা" ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা বিএনপি আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সকাল ১০.০০টা থেকে শুরু হওয়া উক্ত কর্মশালায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির, জেলা যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী অংশ গ্রহন করেন।