শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি:
"প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার।” এই শ্লোগানে খুলনার কয়রায় পালিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। ১৮ই ডিসেম্বর বুধবার এ দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কয়রা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ এর সহযোগিতায় সহযোগিতায় বেলা ১১ টায় ওকাপ এর অফিস থেকে এক র ্যালী বের হয়ে কয়রা বাজারে বিভন্ন এলাকায় প্রদক্ষিণ শেষে বেলা ১২ টায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কয়রা উপজেলা নির্বাহি কর্মকর্তা রুলি বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন কয়রা উপজেলার ওকাপের ফিল্ড অফিসার মোঃ আজিজুল হক। কয়রা উপজেলার বিদেশ ফেরত নারী পুরুষ গণ সম্মিলিত ভাবে উম্মুক্ত আলোচনা করেন।
এ সময় কয়রা উপজেলা ওকাপের ফিল্ড ফ্যাসিলিটেটর ইমদাদুল হক টিটু, কেয়া আক্তার সহ অন্যান্য মাঠকমীগণ উপস্থিত ছিলেন। এ সময় তারার বলেন ওকাপ, ২০০৪ সাল থেকে অভিবাসন এবং মানব পাচার প্রতিরোধ নিয়ে কাজ করছে। বর্তমানে আমরা প্রায় ১৭টি অভিবাসন প্রবণ জেলায় এবং ৩৫টি উপজেলায় বিভিন্ন প্রকল্পের অধীনে কার্যক্রম বাস্তবায়ন করছি। ওকাপ তার কর্ম এলাকায় প্রতিটি ইউনিয়নে অভিবাসী ফোরাম কমিটি গঠন করে প্রশিক্ষণ প্রদান করেছে। এই ফোরাম মেম্বাররা স্থানীয় পর্যায়ে জনগণের মাঝে সচেতনতা তৈরি, প্রতারিত অভিবাসীদের ক্ষতিপূরণ আদায় এবং কল্যাণ বোর্ডের অধীনে সরকারি সেবাপ্রাপ্তিতে সহায়তা করছি। এছাড়াও আমরা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমন-বাড়ি বাড়ি গিয়ে তথ্য প্রদান, প্রাক সিদ্ধান্তমূলক প্রশিক্ষণ, উঠান বৈঠক, আউটরিচ ক্যাম্পেইন সহ অভিবাসী কর্মীদের এয়ারপোর্ট পিক আপ সাপোর্ট, স্বাস্থ্য সহায়তা, শেল্টার হোম সাপোর্ট এবং তাদের জীবন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণসহ সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহায়তা করছি। আমরা জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস, টিটিসি, ওয়েলফেয়ার সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংকসহ অভিবাসন সম্পর্কিত সব স্টেকহোল্ডারের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছি।