নিজস্ব প্রতিবেদক
বুড়িচং প্রতিনিধি: আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
সভায় বক্তব্য রাখেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তার, মহিলা কর্মকর্তা ফাতেমা জোহরা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির হোসেন, ইউআরসি কর্মকর্তা মোস্তফা কামাল, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।