মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের পর বিজয় স্তম্ভে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম। এরপর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, দিনব্যাপী বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা।
উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ আলম খোকন, উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত মোহাম্মদ মহিউদ্দিন মুবিন, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন,অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কবির আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল করিম,শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন, মহিলা বিষয়ক অফিসার লুৎফা ইয়ামিন,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মাষ্টার ও মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মুক্তিযোদ্ধা,সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।