মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি শুভ উদ্বোধন ও র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ ডিসেম্বর সোমবার সকালে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি শুভ উদ্বোধন উপলক্ষে কংশনগর বাজারে সমিতির আহবায়ক জহিরুল কাইয়ুমের নেতৃত্বে র্যালী বের হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে। র্যালীর শেষে দোকানে দোকানে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির লিফলেট বিতরণ করা হয়।
শুভ উদ্বোধন ও র্যালীর শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ ফারুক।
জহিরুল কাইয়ুম বলেন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যাদের রক্তের বিনিময় অর্জিত সেই স্বাধীনতা এবং ২৪শে স্বেচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা ও সালাম।
তিনি আরও বলেন কংশনগর বাজারস্ত সকল প্রকার ব্যবসায়িক বৃন্দের বাজার কেন্দ্রিক যে কোন ধরনের যৌক্তিক সমস্যার প্রয়োজনে কংশনগর বাজার কল্যাণ সমিতি সর্বদাই আপনার পাশে থাকবে।
মোস্তফা হোসেন খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জামাল, সাইদী হাসান, বশিরউদ্দীন সরকার, হানিফ, মোসলেম, মোছা, জহিরুল ইসলাম, আবু ইউসুফ, মনির,জুম্মন,স্বপন,আলাউদ্দিন সহ প্রায় ৭০ জন যুবক।