
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মাহমুদ গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র মাঠে মাহমুদপুর পালসার ক্লাবের উদ্যোগে আয়োজিত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সেলিম মন্ডলের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা মোঃ জাহিদ মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুনীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ কাইয়ুম সরকার রিপন।
খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ফরিদ উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিল্লাত সরকার, ছাত্রনেতা সাব্বির মন্ডল প্রমূখ। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।