ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে বিরুনীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিরুনীয়া বাজারে ওই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন সরকার। উদ্ধোধন করেন ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ প্রবাসী কল্যান সম্পাদক জাহাঙ্গীর আলম। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পিরা গান পরিবেশন করেন।