মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুরে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করেছেন
বাংলাদেশ গণ অধিকার পরিষদ ও তার অঙ্গসংগঠন ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা।
এ উপলক্ষ্যে সোমবার সকালে বিজয় র্যালি বের করেন গণ অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কুড়িঘাট বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমরান খান। কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সুহেল হায়দার।
হোসেনপুর উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক ইমরান হাসান, সদস্য সচিব হুমায়ুন কবির। যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, নাদিম মাহমুদ। ছাত্র অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব রিপন রাজ,ছোটন,মোস্তাকিম, জাহাঙ্গীর, সালমান,যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম, দিদারুল ফকির প্রমূখ।