মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:
দিনাজপুরের ফুলবাড়ীতে সারাদেশের ন্যায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস ২০২৪ পালিত হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদের শহিদ মিনারে সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
পর শহীদ বেদিতে পুর্ষ্পাপক র্অপণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী,ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ এবিএম মহিব্বুল ইসলাম, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবি সংগঠন ।
পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ হলরুমে জাতীর সৃষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান ও উপজেলা পরিষদ চত্বর মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়।