বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
সকাল ৬:৩০ মিনিটে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানসহ কর্মকর্তাগণ। এর পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।
এর পরেই জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, সরকারি পিসি কলেজ,বাগেরহাট প্রেসক্লাব, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন। এছাড়াওশহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে দশানীস্থ স্মৃতিস্তম্ভে।
এছাড়া দিনটি উপলক্ষে জেলা সদর ও বিভিন্ন উপজেলা সদরে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে জেলা কারাগার, ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন এতিম খানায় উন্নত খাবার পরিবেশন করা হবে। বেলা ১১ টায় জেলা পরিষদ অলরেডিয়াম বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া বিকেলে কচুয়া উপজেলা সদরে বিজয় শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে। শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদ ও মাদরাসায় বিশেষ দোয়া করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে অন্যান্য বছরের মতো এবার হেলাল উদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হবে না।