টাকা লেনদেনের অভিযোগ শাল্লায় পিআইসি কার্যক্রম স্থগিত করলেন ডিসি

আপলোড সময় : ১৫-১২-২০২৪ ১২:০৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৬:২৩:২৭ অপরাহ্ন


মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ প্রতিনিধ:
সুনামগঞ্জের শাল্লায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কার্যক্রম স্থগিত করেছেন জেলা প্রশাসক। শনিবার উপজেলা পিআইসি কমিটির যাচাই-বাছাই প্রক্রিয়া চলাকালে আবেদনকারীরা বিক্ষোভ করলে তিনি তা স্থগিতের নির্দেশ দেন। 


যাচাই-বাছাই প্রক্রিয়া চলাকালে বিক্ষোভকারীরা টাকার বিনিময়ে কমিটি চূড়ান্ত করার অভিযোগ করেন। উপজেলা বিএনপির একাধিক নেতার বিরুদ্ধেও তারা স্লোগান দেন। এ নিয়ে উপজেলা সদরে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফোন করে পিআইসির চূড়ান্ত তালিকা স্থগিত করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

জানতে চাইলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া শনিবার রাতে বলেন, নীতিমালা অনুসরণ করে ইউএনওকে পিআইসি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ আবেদনকারীসহ বিক্ষুব্ধ কিছু মানুষ সেখানে বিক্ষোভ দেখায়। এরপর ইউএনওকে ফোন করে চূড়ান্ত তালিকা স্থগিত রাখতে বলেছি। শাল্লায় আমি নিজে গিয়ে বিষয়টি দেখব।

জানতে চাইলে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম তারেক সুলতান বলেন, নীতিমালা মেনেই কার্যক্রম শুরু করেছিলাম। কিন্তু উপজেলা পিআইসি কমিটির সদস্যরা চূড়ান্ত তালিকা প্রকাশে একমত হতে পারছিলেন না। এ নিয়ে পৃথক অবস্থান তৈরি হয়। উপজেলা কম্পাউন্ডের বাইরে বিক্ষোভও চলতে থাকে। এ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে জেলা প্রশাসকের নির্দেশে চূড়ান্ত তালিকা প্রকাশ স্থগিত করা হয়।

 এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, মোট ১১৫টা পিআইসি চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে সোমবার একটি পিআইসি উদ্বোধনের জন্য রেখে সবগুলো স্থগিত করা হয়।

শাল্লা থেকে একজন সংবাদকর্মীকে বলেন, ইউএনও তারেক সুলতান, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা রিপন আলী, কাবিখা কমিটির সদস্য উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীকেও দেখা যায়। এ সময় বিক্ষোভকারীদের বলতে শোনা যায়-‘নীতিমালা অনুযায়ী পিআইসি করতে হবে। দালালমুক্ত কমিটি চাই। বিক্ষোভ মিছিলের আওয়াজ শুনে কাবিখা কমিটির সদস্য ও বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন বিক্ষোভকারীদের শান্ত করেন। তিনি বলেন, ন্যায়-নীতি মেনে সততার সঙ্গে পিআইসি গঠন করা হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]