মোঃ আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ সরকার এর দলীয় পদের সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৪ডিসেম্বর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে আপনাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছিল। বর্তমান আপনার আবেদনের প্রেক্ষিতে সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে এবং এখন থেকে আপনি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সকল দায়িত্ব পালন করবেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ ও সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেন।