দেলোয়ার হোসেন সোহেল
ছাত্র-জনতার আন্দোলনে পাল্টে গেছে দেশের অনেক কিছুই, তেমনি পাল্টে যায় বরেন্দ্র অঞ্চলের গভীর নলকূপের চিত্র। রাতারাতি তানোর উপজেলার গভীর নলকুপ গুলোতে শুরু হয়,দখলবাজী ও নলকূপ ঘরে তালামারা। এক একটি নলকূপে ৫ থেকে ৬ টি করে তালা মারায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে কৃষকদের মাঝে। ফলে, চলতি মৌসুমে আলু চাষ নিয়ে দুশ্চিন্তা শংকিত হয়ে পড়েন কৃষকরা।
শৃংখলা ফেরাতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পরীক্ষার মাধ্যমে গভীর নলকূপ অপারেটর নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। ফলে, কৃষকদের মাঝে স্বস্তি ফিরতে শুরু করে এবং কৃষকরা আলুর রপন শুরু করেন। এরই মাঝে আবারো নিয়োগ থমকে যাই। ফলে, কৃষকদের মধ্য আবারো শংকা সৃষ্টি হয়। তবে, সকল জটিলতা কাটিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গভীর নলকূপ অপারেটর নিয়োগ পরীক্ষার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
চলতি মাসের ১৯ ডিসেম্বর, ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর এই তিন দিনে তানোর উপজেলার সকল গভীর নলকূপের অপারেটর নিয়োগের জন্য মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করে নোটিশ জারি করেছেন। ফলে, কৃষকদের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে কে হচ্ছেন অপারেটর তা নিয়েও কৃষকদের মাঝে চলছে আলোচনা ও সমালোচনা। এদিকে আবেদনকারীরা নেতাদের কাছে শুরু করেছেন দৌড়ঝাপ।
তবে, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বলছেন, নিয়ম অনুযায়ী গভীর নলকূপ অপারেটর নিয়োগ দেওয়া হবে, এখানে কোন তদবির গুরুত্ব পাবে না। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের আওতায় গভীর নলকূপ রয়েছে ৫শ ৩৬টি এবং ব্যক্তি মালিকানাধীন রয়েছে ১৬টি। তানোর উপজেলায় সেচের আওতায় মোট জমির ২২হাজার ৩শ' ৩২ হেক্টর। এইসব জমিতে আলু চাষের পাশাপাশি রুপা আমন বুরো ধান চাষ করেন কৃষকরা।
সংশ্লিষ্ট সুত্রে খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ নভেম্বর থেকে ১ হাজার টাকা মূল্য ফর্ম বিতরণ শুরুর তারিখ ঘোষণা করে অক্টোবর মাসের শেষের দিকে অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ঝিমিয়ে পড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তানোরের জন্য কৃষকদের পদার্পণ ছিল লক্ষণীয়। ফর্ম জমার শেষের দিন পর্যন্ত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জনে ভীড় করেন কৃষকরা। একেকটি গভীর নলকূপের অপারেটর পদে একাধিক আবেদন পড়ে।
তানোর উপজেলার সুশীল সমাজ বলছেন, তানোরের প্রায় ৮৫% ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরণদশীল। তারা বলছেন অপারেটর নিয়োগ যাকেই দেওয়া হোক না কেন গভীর নলকূপ গুলো যেন সমিতির মাধ্যমে পরিচালিত করা হয় তাহলে কৃষকদের সুবিধা হওয়ার পাশাপাশি শৃঙ্খলা বদ্ধ থাকবে। বিগত দিনের মতো যেন কোন অপারেটর একক মালিকানা দাবি করে ইচ্ছেমতো শেচ চার্জ নিতে না পারে এজন্যে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন কৃষক রা।
আবেদন করা একাধিক নিয়োগ প্রত্যাশী বলছেন, নিয়ম অনুযায়ী যদি গভীর নলকূপ অপারেটর নিয়োগ দিয়ে গভীর নলকূপ পরিচালিত করা হয় তবে কৃষকদের মাঝে স্বস্তি ফিরবে অপরদিকে কৃষকরা স্বল্প খরচে চাষাবাদ করতে পারবেন। তবে অনেক অপারেটর নিয়োগ প্রত্যাশীরা নিজের নামে নিয়োগ পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় শীর্ষ পর্যায়ের দৌড়ঝাপ করছেন বলেও জানান একাধিক নিয়োগ প্রত্যাশী রা।
এবিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের সহকারী প্রকৌশলী বলেন, তানোরে গভীর নলকূপের অপারেটর পদে ১হাজার ৫শ' ৯৬টি আবেদন বিক্রয় হলেও জমা পড়েছে ১হাজার ৫শ' ৩০টি আবেদন জমা হয়েছে। মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য ব্যাক্তিদের নিয়োগ দিয়ে কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী গভীর নলকূপ গুলো পরিচালিত করা হবে।