ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় রাইদা কালেকশন নামক একটি কারখানার জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত হয়েছে চারজন। আগুন দিয়ে পুঁড়িয়ে দেওয়া হয়েছে অন্তত ২০টি মোটরসাইকেল।
ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান জানান, শনিবার দুপুরে স্কয়ার মাস্টারবাড়ী মায়ের মসজিদ এলাকায় রাইদা কালেকশন কারখানায় জুটের ব্যবসাকে কেন্দ্র করে ওই হামলা ভাংচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কারখানার ওয়ার্ক অডার থাকা যুবলীগ নেতা সাইফুলের পক্ষে ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক জিয়া ও মজিবর মন্ডল গ্রুপ এবং যুবদল নেতা শামীম গ্রুপের মধ্যে কারখানার সামনে সংঘর্ষ বাঁধে।
একপর্যায়ে সংঘর্ষ মহাসড়কে চলে গেলে বন্ধ হয়ে যায় যানচলাচল। এসময় সন্ত্রাসীরা আশে পাশে থাকা দোকানপাটে হামলা চালায় ও ২০ টি মোটরসাইকেল পুরিয়ে দেয়। এতে ভোগান্তিতে পরেন সাধারণ যাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।