ধনবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-১২-২০২৪ ১০:৩৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৪ ১০:৩৫:৪২ অপরাহ্ন


শ‌হিদুল ইসলাম: ধনবাড়ী প্রতি‌নি‌ধি

টাংগাইলের ধনবাড়ী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় বালক এবং বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলি, ক্রিড়াকে আঁকড়ে ধরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিকাল সাড়ে ৪ টায় ধনবাড়ী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় বালিকা দলের মধ্যে পানকাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ধোপাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

 বালক দলের মধ্যে বীরতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে ২-১ গোলে বীরতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলার অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। 

ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীরুল হুদা, রামকৃষ্ণবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ র‌ফিকুল ইসলাম, বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নূরনবী তালুকদার, বা‌জিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আসাদুজ্জামান, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মুখ‌লেছুর রহমান। 

উক্ত ফাইনাল খেলার প্রধান অতিথি ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন, খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি চর্চা, গল্প, ইতিহাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বই পড়ার ওপর গুরুত্ব দিতে হবে।

পাশাপাশি যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার্থীদের অন্যান্য বইও পড়তে হবে এবং শিক্ষার্থীদেরকে বাংলাদেশের মূলশক্তি উল্লেখ করে তিনি বলেন, তোমাদের সেভাবে নিজেদের যোগ্য করে তৈরি করতে ভালোভাবে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলা মানে শারীরিক ব্যায়াম, খেলাধুলা শারীরিক শক্তি জোগায় এবং উদার মনমানসিকতা গড়ে তোলে। একটি স্বাধীন দেশের যোগ্য নাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে।

এসময় ধনবাড়ী উপজেলার বি‌ভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ধনবাড়ী উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা সহ উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত ক্রিড়া প্রেমী দর্শক শ্রোতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]