মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সুমন

আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৯:০৪:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৯:০৪:৪৯ অপরাহ্ন



ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ও গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ও সনদপত্র পেয়েছেন সাংবাদিক মো. আসাদুজ্জামান সুমন। তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের টানা দুইবারের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ, বাংলাদেশ প্রতিদিন এবং ডেইলি অবজারভারের সাংবাদিক। সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে শুক্রবার বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ওই এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়। 

এ্যাওয়ার্ড ও সনদ প্রদানের আগে 'শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন' সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তারের সভাপতিত্বে ও সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আর. কে. রিপন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধর্ম ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন ও গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী মো. মাসুদুর রহমান মিলকী। এর আগে শিশুশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]