রহনপুর ট্রানজিট পরিদর্শনে নেপাল দূতাবাস

আপলোড সময় : ১৩-১২-২০২৪ ১২:২৬:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৪ ১২:২৬:২০ পূর্বাহ্ন



উওম কুমার গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশে নিযুক্ত নেপালী দূতাবাস ঢাকা মিশনের ডেপুটি চিপ ললিতা শাওয়াল দেশের দ্বিতীয় ট্রানজিট পয়েন্ট বাংলাদেশ সাইড চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর পরিদর্শন করেছেন।

রাজশাহী সার্কিট হাউস থেকে সড়কপথে বৃহস্পতিবার দুপুর ২টায় তিনি রহনপুর রেলবন্দরে পৌঁছান। এসময় তার সাথে ছিলেন ২য় সচিব যোজনা বামজান। রেলওয়ে উপ-পরিচালক ( ইন্টারচেঞ্জ) মোঃ মিহরাবুর রশিদ খাঁন, অ্যাসিস্ট্যান্ট চিপ কমার্শিয়াল ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম ও সহকারী প্রকৌশলী পাকশী মোঃ তারেকুল ইসলাম, রহনপুর রেল মাস্টার মোঃ মামুনুর রশীদসহ রেলের অন্যান্য কর্মকর্তারা। এ সময় দূতবাস রহনপুর স্টেশন থেকে রেলের টলিতে চড়ে শিবরামপুর সীমান্ত পর্যন্ত পরিদর্শন করেন। 


পরে তিনি সাংবাদিকদের ব্রিফিং এ জানান, এই করিডোরটি একটি গুরুত্বপূর্ণ। এই করিডোর দিয়ে বাংলাদেশ-ভারত হয়ে নেপালের সঙ্গে ব্যবসা হচ্ছে। এই রুট দিয়ে কীটনাশক সার নেপালে যায়। এর ব্যাপক সুবিধা এবং বর্তমান অবস্থা আমি দেখতে এবং জানতে এসেছি।

এটা গুরুত্বপূর্ণ যে আমাদের ব্যবসায়ীরা যেন রেল করিডোর ও রেলবন্দর উভয়ই ব্যবহার করতে পারে। আমি আশা করি যে দ্বিপাক্ষিক ব্যবসা আরো জোরদার হবে। পরে বিকেলে তারা সড়কপথে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]