মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফসলি জমি নষ্ট করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে আবু সালেহ সুমনের বিরুদ্ধে। তিনি আবাদ উপযোগী জমির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে ফসলের সম্ভাবনা নষ্ট করছেন এমন দাবি স্থানীয়দের। আবু সালেহ সুমন উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ মফিজ মেম্বার বাড়ির মো. আবু তাহেরের ছেলে।
সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আবু সালেহ সুমন বাড়ি বানানোর জন্য ফসলি জমির মাটি ভেকু মেশিন দিয়ে কাটছেন। স্থানীয় আশপাশের লোকজন বাধা দিয়েও মাটি কাটা বন্ধ করতে পারেননি। ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কারণে আশপাশের জমিগুলোও হুমকির মুখে পড়ছে। এ নিয়ে আশপাশের জমিগুলোর মালিক ও স্থানীয় লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
পার্শ্ববর্তী জমির মালিক কাজী সাইফুল ইসলাম বলেন, আমরা বাধা দেওয়া সত্ত্বেও আমাদের জমি সংলগ্ন জমিতে সে ভেকু লাগিয়ে মাটি কাটছে। এভাবে অবৈধভাবে মাটি কাটার কারণে আমাদের জমিগুলোও হুমকির মধ্যে পড়ছে। আমরা চাই ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করা হোক।
এ বিষয়ে জানতে চাইলে আবু সালেহ সুমনের স্ত্রী বলেন, আমরা আমাদের জায়গায় মাটি কাটছি, এতে তো কারো সমস্যা হওয়ার কথা না। মাটি কেটে পাড় বাধছি। পরে ড্রেজার মেশিন দিয়ে ভরাট করে বাড়ি বানাবো।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম বলেন, বিষয়টি আমি এক শিক্ষককের মাধ্যমে শুনেছি আমি দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।