ফুলবাড়ী উপজেলা চত্বরে বিদ্যালয় কর্তৃক মালিকের নিকট জমি ফেরত দিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

আপলোড সময় : ১২-১২-২০২৪ ১১:৫৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১২-২০২৪ ১১:৫৫:৪১ অপরাহ্ন



মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চত্বরে স্কুলের জমি অবৈধ্য লেনদেনের মাধ্যমে কতিপয় পরিবারের নিকট ছেড়ে দেওয়া ও উন্নয়নের নামে বিদ্যালয়ের টাকা লোপাটের প্রতিবাদে শিবনগর এলাকার সচেতন নাগরিক সমাজের মানববন্ধন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ী উপজেলা চত্বরে শিবনগর ইউপির এলাকার সচেতন নাগরিক সমাজের পক্ষে খন্দকার নবিউল ইসলামের পুত্র মোঃ নজরুল কবির রিপন মানববন্ধন করেন।

তিনি তার বক্তেব্যে বলেন, শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ শতক জমি দানকৃত জমি রয়েছে। উক্ত সীমানা প্রাচীনের মধ্যে থাকার কথা কিন্তু বেশ কয়েকমাস আগে গোটা স্কুলের সীমানা প্রাচীর দিয়ে ঘিরে নেওয়া হয়। প্রাচীরের ভিতরে ১০০শতক জমি নাই। প্রধান শিক্ষিকা ও অন্যান্য অফিসারদের যোগসাজসে ৫ শতক থেকে ৮ শতক জমি অর্থের বিনিময়ে ছেড়ে দিয়ে সীমানা প্রাচীনর করা হয়। আমরা এলাকাবাসী প্রতিবাদ করলে প্রধান শিক্ষিকা আমাদের কথা কর্নপাত না করে প্রাচীর করার অনুমোতি প্রদান করেন। আমরা তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চাই। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন। এসময় শিবনগর এলাকার সচেতন নাগরিক সমাজের প্রায় ২ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শিবনগর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মোছাঃ ক্ধাসঢ়;ওসার জাহান কাকুলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা তিনি বলেন, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই কাজটি করেন, তাদের সাথে কথা বললে তারা সবকিছু বলবে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]