নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ সময় রাত্রী আনুমানিক ২১.৫৫ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৭ নং উথরাইল ইউনিয়নের অন্তর্গত মুরাদপুর (বোচাপুকুর) গ্রামস্থ আসামি ফেরদৌস, পিতা- মোঃ রফিউদ্দিন এর বসতবাড়ির শয়ন কক্ষের খাটের নিচ হইতে অভিযান পরিচালনা করে মোট ১৬৪ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। ঘটনার সহিত জড়িত আসামী ধৃত আসামী ১। ফেরদৌস (৩৬), পিতা- মোঃ রফিউদ্দিন, সাং- মুরাদপুর সরদারপাড়া (বোচাপুকুর), ২। মোঃ সোহেল রানা (৩৭), পিতা- মোঃ রবিউল ইসলাম, সাং- নুনাইচ (পূর্বপাড়া), উভয় থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরদ্বয়কে ঘটনাস্থল হতে হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।