নিজস্ব প্রতিবেদক
রংপুর জেলার মিঠাপুকুর এলাকা হতে ১৯২ বোতল ফেন্সিডিলসহ ০৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১৩। 'বাংলাদেশ আমার অহংকার' এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১০ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ রাত ১৯.৩০ ঘটিকার সময় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন শঠিবাড়ী ইউনিয়নের অন্তর্গত শঠিবাড়ী বাজারস্থ মেসার্স লাইক ইলেকট্রনিক্স এ্যান্ড স্যানেটারী এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০২টি মোটরসাইকেল হতে ১৯২ (একশত বিরানব্বই) বোতল ফেন্সিডিলসহ ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ী, ১। মোঃ মশিউর রহমান (২৭), পিতা-মোঃ শহিদার রহমান, সাং-সরলখাঁ, ইউপি-সারপুকুর, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট, ২। মোঃ মোকছেদুল রহমান (৩৭), পিতা-মজিবুর রহমান, সাং-অযোদ্ধাপুর, ৩। মোঃ বিপুল মিয়া ঝন্টু (৩৬), পিতা-পাতু মিয়া (কবিরাজ), সাং-মনোহারপুর মুন্সিপাড়া এবং ৪। মোঃ সিদ্দিক (৩৫), পিতা-মৃত সামাদ, সাং- অযোদ্ধাপুর, সর্ব থানা-কোতয়ালী, আরপিএমপি রংপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।