উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
শিশুদের জন্য বার্ষিক উৎসাহ প্রদান ও উপহার (কম্বল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর সকাল ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে উপজেলা অডিটরিয়ামে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উৎসাহ প্রদান ও প্রতিটি শিশুকে ১ টি করে কম্বল উপহার হিসেবে প্রদান করেন। পর্যায়ক্রমে উপজেলার ৫ টি ইউনিয়নে ২ হাজার ৪ শত ৫৫ জন দরিদ্র ও হতদরিদ্র পরিবারের নিবন্ধিত শিশুদের মাঝে এ উপহার বিতরণ করা হবে।
বার্ষিক উৎসাহ প্রদান ও উপহার বিতরণ অনুষ্ঠানে কচুয়া এপি ম্যানেজার এলিচ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে.এম.আবু নওশাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বলের সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক রাকিবুল হাচান, কচুয়া এপির প্রোগ্রাম অফিসার সমর হালদার,প্রোগ্রাম অফিসার লিপি পান্ডে, স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার সরলা মুর্মু, সিস্টেম সাপোর্ট অফিসার ক্রিস্টিয়ানা সিকদার প্রমুখ।