কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরে কাউখালী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে, বুধবার (১১ ডিসেম্বর) বিকালে কাউখালী উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা কে এম জামান পদোন্নতি পেয়ে লক্ষীপুর সদরের শিক্ষা অফিসার পদে যোগদান করায় এক বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, আল মামুন খান, হুমায়ুন কবির লাভলু, শামসুন্নাহার রুপালী, মেহেরুন্নেসা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে কাউখালী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য কাউখালী উপজেলার সিনিয়র সহকারী শিক্ষক অফিসার কে এম জামান পদোন্নতি পেয়ে লক্ষীপুর জেলা সদরের উপজেলা শিক্ষা অফিসার পদে যোগদান করেছেন।