নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকা থেকে র্যাব-৯, সিলেট এবং সেনা বাহিনীর যৌথ অভিযানে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ০১টি পাইপগানসহ ০১ জন গ্রেফতার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ২১:৩০ ঘটিকায় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশ সেনা বাহিনী ৩৩ বীরের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন ১১ নং সুলতানপুর ইউপিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের দক্ষিন পাশে কুমিল্লা-সিলেট মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ০১টি পাইপগান উদ্ধারসহ ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মারুফ ইসলাম (২৭), পিতা- মৃত হারুন অর রশিদ, সাং- শিমরাইলকান্দি, থানা- সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আসামীর বিরুদ্ধে ঞযব অৎসং অপঃ ১৮৭৮ এর ১৯-অ/১৯-ঋ ধারায় মামলা দায়ের পূর্বক গ্রফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।