গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৯:৪২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৯:৪২:০৩ অপরাহ্ন



উওম কুমার গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় বাবর আলী (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার রহনপুর ইউনিয়নের পাথরপূজা গ্রামের মৃত খোদাবক্সের ছেলে।

সোমবার (০৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রহনপুর টু আড্ডা সড়কের তেঁতুলতলা নামক স্থানে এই সড়ক দূর্ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, বাবর আলী দুপুরে নিজ বাসা হইতে বাজার করার উদ্দেশ্যে ভ্যান গাড়িতে করে রহনপুর যাচ্ছিল তেঁতুলতলা মোড়ে রহনপুর টু আড্ডা সড়কে হঠাৎ একই দিক থেকে আসা একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই বাবর আলী মৃত্যু বরণ করে। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। 

পরিবারের কোন দাবী না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় সড়ক দূর্ঘটনা আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]