মোঃ আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের সলঙ্গা ডিগ্রী কলেজ জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর সমন্ময়ে গঠিত "খিদমাতুল কুরআন" কমিটির যৌথ উদ্যোগে মসজিদের উন্নতি কল্পে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২দিন ব্যাপী ৯ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অত্র মসজিদের উদ্যোগে ১ম দিন গত রবিবার বাদ আসর থেকে শুরু করে রাত ১২ঘটিকা পর্যন্ত চলমান ওয়াজ মাহফিলে সলঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মির্জা মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাও: এম. হাসিবুর রহমান সিলেট,মাও: আব্দুল গফুর, মাও: আনিসুর রহমান আল হাদী।
২য় দিন সোমবার বাদ যোহর প্রাণী সম্পদ অধিদপ্তরের অবসর প্রাপ্ত উপপরিচালক মুহাম্মদ শাহ জামাল এর সভাপতিত্বে কোরআন ও হাদীস থেকে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ইসলামীক স্কলার আল্লামা ড.সাদিকুর রহমান আল আযহারী ঢাকা, মাও: রাকিবুল ইসলাম, মাও: তাজউদ্দিন ফিরোজী সহ অন্যান্য ওলামায়েকেরামগণ।পরিশেষে উক্ত ওয়াজ মাহফিলে অত্র এলাকার সকল মৃতব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়েছে।